আমাদের সম্পর্কে

“মনের খোরাক” – এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করেই গাইডেন্স প্রকাশনী ২০২৪ সালের অক্টোবরে যাত্রা শুরু করে। আমাদের লক্ষ্য পাঠকদের মানসম্মত, হৃদয়ছোঁয়া ও চিন্তার খোরাক জাগানো বই উপহার দেওয়া।

প্রকাশনার প্রথম ধাপেই আমরা অমর একুশে বইমেলা ২০২৫-এ ১২টি নতুন বই নিয়ে পাঠকদের সামনে হাজির হচ্ছি। এই বইগুলো সাহিত্যের বিভিন্ন শাখায় সমৃদ্ধ এবং পাঠকদের ভিন্ন স্বাদ এনে দেবে।

গাইডেন্স প্রকাশনী একদল স্বপ্নবান লেখক, সম্পাদক ও শিল্পীর হাত ধরে গড়ে উঠেছে, যাদের লক্ষ্য বাংলা ভাষা ও সাহিত্যকে আরও সমৃদ্ধ করা। আমরা বিশ্বাস করি, প্রতিটি শব্দের শক্তি আছে, প্রতিটি বই একটি নতুন জগৎ খুলে দেয় এবং প্রতিটি পাঠকের অন্তরে নতুন আলো জ্বেলে দেয়।

আমাদের প্রকাশনীতে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ এবং গবেষণামূলক গ্রন্থসহ বিভিন্ন ধারার বই প্রকাশিত হয়। আমরা নতুন লেখকদের সুযোগ দিয়ে বাংলা সাহিত্যকে আরও বহুমুখী করতে চাই।

গাইডেন্স প্রকাশনী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের এই যাত্রায় অংশ নিতে। আসুন, একসঙ্গে গড়ি বইয়ের এক নতুন জগৎ – যেখানে প্রতিটি পাতা জুড়ে থাকবে মনের খোরাক।

0